• জাতীয়

    ওয়াজ মাহফিল নিয়ে প্রধান উপদেষ্টাকে কোনো পরামর্শ দেননি জেলা প্রশাসকরা

      প্রতিনিধি 19 November 2025 , 10:45:30 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) মতবিনিময় সভায় ‘ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের’ পরামর্শ আসার যে খবর কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ৬৪ জেলার ডিসি ও আট বিভাগের বিভাগীয় কমিশনারদের মতবিনিময় সভা হয়। সেখানে ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে নির্বাচন আচরণবিধিতে ‘স্পষ্ট নির্দেশনা যুক্ত করার পরামর্শ’ দেন দেশের বিভিন্ন জেলার ডিসিরা।

    বিজ্ঞাপন

    নাম প্রকাশ না করে দুজন ডিসিকে উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ও উত্তেজনা বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একে ব্যবহার করছে প্রচারমঞ্চ হিসেবে। এ কারণে সংসদ নির্বাচন আচরণবিধিতে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের স্পষ্ট বিধান থাকা জরুরি।

    এ নিয়ে সিএ প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুইজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউই করেননি।

    সিএ প্রেস উইং ফ্যাক্টস আরও জানায়, জেলা প্রশাসকদের উদ্দেশে দেয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টাও এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার পুরো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে প্রকাশ হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সত্য নয়।

    এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও এ সংক্রান্ত খবর মিথ্যা বলে জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:54 AM রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ 10:28 AM বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র 8:37 PM চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৬ শতাংশে উন্নীত হবে: বিশ্বব্যাংক 8:29 PM তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট নেতাদের বৈঠক 8:15 PM মাসুম হত্যা মামলা: শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে পরোয়ানা 8:01 PM ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা, আরব আমিরাতের 6:22 PM ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা হবে 6:15 PM মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা: কৃত্রিমভাবে চলছে শ্বাস-প্রশ্বাস 6:14 PM আবারও গুরুত্বপূর্ণ ৩ সড়ক অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের 5:38 PM বিএনপি জুলাই সনদের প্রতিটি প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিন আহমেদ