• রাজনীতি

    ধানমন্ডি ৩২ ভাঙচুর নিয়ে তারেক রহমানের ফেসবুক পোস্ট

      প্রতিনিধি 18 November 2025 , 1:52:57 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ধানমন্ডি ৩২ ভাঙচুর করতে যাওয়ার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি ও জনগণের প্রতিক্রিয়া নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন আলোচনা চলছে। ঘটনাটি নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আমজনতা পার্টির নেতা তারেক রহমান।

    তার ফেসবুক পেইজের পোলের ফলাফল অনুযায়ী, ১৩০০ জন গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতাকে সমর্থন করেছে, এবং ২৩৯ জন এটির বিপক্ষে মত প্রকাশ করেছে।

    তারেক রহমান লিখেন, এ থেকেই স্পষ্ট হয় যে, ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়ার বিপক্ষে জনসমর্থনের অভাব ছিল।

    পোস্ট তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে, আমি নিজেও ধানমন্ডি ৩২ ভাঙার প্রতিবাদে ছিলাম। আজ উপলব্ধি করতে পারছি যে, এটি একটি ভুল ছিল। ধানমন্ডি ৩২ কেবল একটি রাজনৈতিক দলের অস্তিত্বকে নয়, বরং একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নের প্রতিনিধিত্ব করে।

    বিজ্ঞাপন

    গতকালকের ঘটনার উভয় অবস্থান ভিন্ন ছিল। সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির চেয়ে একটি নির্দিষ্ট দলের প্রভাব ছিল বেশি। দেখা যায়, কৃত্রিমভাবে পিনাকি ও ইলিয়াসরা নিজেদের উপস্থিতি বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি এবং শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হয়েছে।

    হতাশাজনকভাবে, কিছু যুবক ধানমন্ডি ৩২ ভাঙতে এসে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে, তাদের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের নাম জড়ানো হয়েছে। গোলাম আজমের প্রত্যক্ষ প্রভাব তাদের মনে স্থান করে নিয়েছে।

    আমি মনে করি, দেশের ভবিষ্যৎ একটি ভালো পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পুলিশ ও সেনাবাহিনীর কঠোরতা অবশ্যই একটি সীমার মধ্যে থাকতে হবে, এবং আমরা আমাদের দেশের ইতিহাসকে সম্মানের সাথে রক্ষা করতে চাই।

    আমাদের দেশের জন্য আমরা যেন কখনোই ইটভাটায় পরিণত হতে না দিই।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:38 PM বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি 6:37 PM জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা চলছে 6:31 PM বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ 5:39 PM বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আফ্রিদি 5:39 PM ঢাকা ১৭ আসনের কর্মীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় 5:27 PM জকসুর ভোটগ্রহণ শেষ, শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ 5:24 PM জাতীয় পার্টির পুনর্বাসন চাই না: ইসিকে আসিফ মাহমুদ 5:09 PM ‘ওয়ার্ড কাউন্সিলর বাপ্পীর নির্দেশে ওসমান হাদিকে হত্যা: ১৭ জনের নামে চার্জশিট’ 5:08 PM ১২ জানুয়ারি ঢাকায় আসছেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 4:00 PM গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার