• শিরোনাম

    মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে ৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

      প্রতিনিধি 9 November 2025 , 8:37:55 প্রিন্ট সংস্করণ

    মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে ৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা ফুল তুলতে গিয়ে ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মশারি ভাজা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজনগর গ্রামের মল্লিকপাড়ার সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪), ইসার মেয়ে মিম (১৪), সামাদের আরেক মেয়ে আফিয়া (১০) এবং সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০)।

    এর মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী, আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গ্রামজুড়ে এখন শোকের ছায়া। একসঙ্গে ৪ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হতভম্ব এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে ৪ শিশুর মরদেহ উদ্ধার করে।

    বিজ্ঞাপন

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ৪ শিশু বান্ধবী একসঙ্গে গ্রামের পাশের মশারি ভাজা বিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে তারা সবাই গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা বিলের ধারে তাদের জুতা দেখতে পেয়ে সন্দেহ করেন।

    আলেয়ার বাবা সাহারুল ইসলাম জানান, ‘স্কুল থেকে এসে আলেয়া-প্রতিবেশী বান্ধবীদের সঙ্গে ফুল তুলতে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে তারা এসে আলেয়াসহ অন্য ৩ জনের মরদেহ উদ্ধার করে’।

    অপরদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণ। তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন- ‘এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গ্রামীণ জলাশয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে’।

    মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে’।

    জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে যায়। কিছুক্ষণ তল্লাশির পর ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সম্ভবত তারা সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে যায়’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:43 AM বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত 11:39 AM সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন 11:17 AM বাংলাদেশ অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, শিশু নিহত 11:15 AM ইসিতে শুরু দ্বিতীয় দিনের আপিল শুনানি 10:37 AM পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৭ ডিগ্রি 10:35 AM সিরিয়ায় বড় আকারের অভিযান চালাল মার্কিন বিমান বাহিনী 10:32 AM জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ 8:02 PM সিলেটে মাজার জিয়ারত করে, নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান 7:51 PM ভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে, সারাদেশে ‘অ্যাম্বাসেডর’ দিবে এনসিপি 7:35 PM তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ