
প্রতিনিধি 9 November 2025 , 8:05:16 প্রিন্ট সংস্করণ

দারুণ বোলিং-ফিল্ডিংয়ে লক্ষ্য ছিল বাংলাদেশের নাগালেই। পরে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন আজিজুল হাকিম। অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানকে (অনূর্ধ্ব-১৯) হারিয়ে সিরিজে হার এড়াল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিরিজের পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে রোববার (৯ নভেম্বর) আফগানিস্তানকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। ২০৯ রানের লক্ষ্য তারা পূরণ করে ২৫ বল বাকি থাকতে। এই জয়ে ৫ ম্যাচের সিরিজ শেষ হলো ২-২ সমতায়। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আফগানিস্তানের হয়ে ওয়াহিদুল্লাহ জাদরান ২৫ রানে নেন ৪ উইকেট।

এক প্রান্ত আগলে ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ঠিক ১০০ রানের ইনিংস খেলে বাংলাদেশের এবারের জয়ের নায়ক আজিজুল। জয় থেকে যখন দল স্রেফ ২ রান দূরে তখন আউট হন এই ওপেনার। রান তাড়ায় আজিজুলকে লম্বা সময় সঙ্গ দিতে পারেননি কেউই। তবে ছোট ছোট অবদান রাখেন কালাম সিদ্দিকী (২৫ বলে ১৫), রিজান হোসেন (৩৪ বলে ২৭), ফরিদ হাসান (৪৩ বলে ২৩) ও শাহরিয়ার আল-আমিন (২১ বলে ১৭*)।
এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান করে আফগানিস্তান। দলটির হয়ে ১০৬ বলে ৭ চারে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার ওসমান সাদাত। ত্রিশোর্ধো ইনিংস আর দুটি- অধিনায়ক মোহব্বত খানের ৫৯ বলে ৪০ ও উজাইরুল্লাহ নিয়াজাইয়ের ৬৮ বলে ৩২। সফরকারীদের ৩ জন ব্যাটার হন রান আউটের শিকার। ১০ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন সাইমুন বশির।