• অপরাধ

    বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যায় গ্রেপ্তার ৪

      প্রতিনিধি 6 November 2025 , 1:50:05 প্রিন্ট সংস্করণ

    গাড়ির ভেতরে থাকা বিএনপিকর্মী আব্দুল হাকিমকে গুলি করে হত্যা করা হয়
    গাড়ির ভেতরে থাকা বিএনপিকর্মী আব্দুল হাকিমকে গুলি করে হত্যা করা হয়
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় চাঞ্চল্যকর আব্দুল হাকিম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বালুর মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাকিমকে হত্যা করা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তার ৪ জন হলেন– মো. আব্দুল্লাহ খোকন ওরফে ল্যাংড়া খোকন, মো. মারুফ, মো. সাকলাইন হোসেন ও জিয়াউর রহমান।

    বিজ্ঞাপন

    পুলিশ জানিয়েছে, ৩১ অক্টোবর রাউজানের বাগোয়ান এলাকা থেকে ল্যাংড়া খোকনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রাউজানের নোয়াপাড়া থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়। মারুফের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্রসহ সাকলাইনকে গ্রেপ্তার করে পুলিশ।

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বলেন, খোকন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার দেওয়া তথ্য মারুফকে গ্রেপ্তার করা হয়। পরে সাকলাইনের হেফাজতে থাকা হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই তিনজন ও জিয়াসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    আসামিদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, মূলত বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারের জেরে আব্দুল হাকিমকে হত্যা করা হয়েছে।

    এর আগে ৭ অক্টোবর হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গাড়ির ভেতরে থাকা বিএনপিকর্মী আব্দুল হাকিমকে গুলি করে হত্যা করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:53 PM মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন 2:58 PM পদে বহাল থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই 2:43 PM বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে ৪ বিষয়ের ওপর ভিত্তি করে 2:23 PM সব বলে দেব,প্রশ্ন করবেন না:পরীমনি 2:06 PM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে 1:50 PM বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যায় গ্রেপ্তার ৪ 1:32 PM কে এই গ্যাং লিডার বাবলা? 1:01 PM ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছাবার্তা 12:51 PM লতিফ সিদ্দিকীর জামিন 12:32 PM আমজনতার পরে এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া