• বিনোদন

    বৃহস্পতি তুঙ্গে রাশমিকা মান্দানার

      প্রতিনিধি 4 November 2025 , 1:10:03 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউড থেকে দক্ষিণ ভারত। চলতি বছর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন রাশমিকা মান্দানা। বলা ভালো, চলতি বছর তাঁর অভিনীত ছোট বাজেটের ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায়ও বক্স অফিসে বেশি আয় করেছে।

    ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর রাশমিকা অভিনীত বেশ কিছু ছবির কারণে সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রীর তালিকায় উঠে এসেছে রাশমিকার নাম।

    ২০২৫ সালে রাশমিকা অভিনীত সিনেমা বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে। তাঁর চারটি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। ২০২৫ সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। তিনি ভিকি কৌশলের ‘ছাওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন; যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায়। ছবিতে অভিনেত্রীর অভিনয়ও অত্যন্ত প্রশংসিত হয়েছিল। ছবিটির বাজেট ছিল প্রায় ১৫০ কোটি। বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল প্রায় ৮০৭.৮৮ কোটি।

    বিজ্ঞাপন

    ২০২৫ সালে রাশমিকা অভিনীত দ্বিতীয় ছবি ছিল ‘সিকান্দার’। ৩০ মার্চ মুক্তি পায় ছবিটি। ২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। আইএমডিবি অনুসারে, বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি টাকা। রাশমিকা মান্দানার চলতি বছরের তৃতীয় ছবি ছিল ‘কুবেরা’।

    ওগউই অনুসারে, ছবির বাজেট ছিল ১০০ কোটি। ছবিটি ২০ জুন, ২০২৫-এ মুক্তি পায়। ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের চতুর্থ ছবি ‘থাম্মা’ দীপাবলিতে মুক্তি পায়। আইএমডিবি অনুসারে, ছবিটির বাজেট ছিল প্রায় ১৪০ কোটি। এখনও পর্যন্ত ভারতে যে ছবির মোট আয় ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।

    সূত্রের খবর, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে অভিনেত্রী ১২৭৫ কোটি টাকারও বেশি আয় করেছেন। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন রাশমিকা বলেও মনে করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:29 PM এগ স্যান্ডউইচ তৈরি কতোটা সহজ! 5:57 PM ট্রাইব্যুনালে আইনজীবী পেশায় নুসরাত ফারিয়া 5:55 PM মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত 5:38 PM ডেঙ্গুতে মৃত্যু ৪, ভর্তি ১ হাজার ১০১ 5:29 PM হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 5:10 PM সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন, পেছাল সাক্ষ্যগ্রহণ 5:03 PM ৮ ডিসেম্বর রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল 4:56 PM ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় ‍নির্ধারন 4:48 PM ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির 4:35 PM ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে ১০৮ জনকে নিয়োগ