
প্রতিনিধি 3 November 2025 , 1:41:48 প্রিন্ট সংস্করণ

ভারতের তেলেঙ্গানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের শেভেলা মন্ডলে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ট্রাক রং সাইড দিয়ে এসে একটি বাসে সজোরে ধাক্কা মারে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থাকা আহতদের বের করে।
আহতদের কয়েকজনের অবস্থা বেশ খারাপ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরআগে, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও তিনজন আহত হন। শনিবার ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।