রাজনীতি

পারভেজ মল্লিকের ওপর হামলায় লন্ডনে তাৎক্ষণিক প্রতিবাদ

  প্রতিনিধি 2 November 2025 , 10:44:31 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

যুক্তরাজ‍্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের ওপর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে লন্ডনস্থ খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম।

শুক্রবার (৩১ অক্টোবর) ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় এই সভা হয়।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য যুবদলের প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও নড়াইল মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুল হাসান মানিকের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিউহ্যাম বিএনপির সদস‍্য মো. সাই‍ফুদ্দিন, ইস্পাহানী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ গিয়াস বাপ্পী, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সাবেক এজিএস হাসানুজ্জামান রনি, সাবেক ছাত্রদল নেতা আল আমিন রিজভী, যুক্তরাজ্য বিএনপি সাবেক তথ‍্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সাবেক ছাত্রদল সহসভাপতি ও খুলনা বিভাগীয় সমিতির সভাপতি নাহিদ নেওয়াজ রানা, খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদ সুমন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এনাম আসগর, ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ব‍্যরিস্টার মুফতি নাফিজ, সাবেক ছাত্রনেতা শেখ তরিকুল ইসলাম, আইনজীবী ফোরাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব তোহা ও জিয়া পরিষদের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন সবুজ চৌধুরী।

সভায় পারভেজ মল্লিক দলের দুর্দিনে যুক্তরাজ‍্যে যে ভূমিকা রেখেছেন তা স্মরণ করে দিয়ে বক্তারা বলেন, তার ওপর হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। বক্তারা দলের হাইকমান্ডের কাছে এর সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
6:38 PM ‘সোশ্যাল মিডিয়া প্রোপাগাণ্ডায় দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা’ 6:25 PM ২ মাসে নতুন ভোটার যুক্ত হয়েছে ১৩ লাখের বেশি: ইসি সচিব 6:14 PM প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো 6:08 PM যোগাযোগ খাতের সমন্বিত উন্নয়নের আহ্বান 5:57 PM ডিমে রয়েছে অনেক পুষ্টিগুণ! 5:29 PM বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার 5:27 PM আন্তঃমোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস: লেনদেনের শুরুতেই ধাক্কা 5:14 PM বনবিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা 4:38 PM ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত এনসিপি 4:31 PM একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে