আন্তর্জাতিক

ভারত দুই মাসের মধ্যে ক্ষমা চাইবে: যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী

  প্রতিনিধি 7 September 2025 , 6:55:27 প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। রাশিয়ার তেল কেনার জেরে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া-চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। তবে দেশটি কয়েক মাসের মধ্যেই ক্ষমা চেয়ে আলোচনার টেবিলে ফিরবে বলে মনে করছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে এবং তারা বলবে যে আমরা ক্ষমা চাই। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করার চেষ্টা করবে।’

বিজ্ঞাপন

ভারতকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, নয়াদিল্লি যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির ওপর তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার (যুক্তরাষ্ট্র) স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে, সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে, আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।

পোস্টে এসসিও সম্মেলনে একসঙ্গে থাকা জিনপিং, পুতিন ও মোদির একটি ছবিও যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের ওই পোস্টের বিষয়ে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ