প্রতিনিধি 1 November 2025 , 5:25:54 প্রিন্ট সংস্করণ

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হবে রোববার (২ নভেম্বর)। এ দিন সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবারের ড্র অনুষ্ঠিত হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইজবন্ডের ‘ড্র’ সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি সিরিজে ১টি করে ৬ লাখ টাকা, ১টি করে ৩ লাখ ২৫ হাজার টাকা, ২টি করে ১ লাখ টাকা, ২টি করে ৫০ হাজার টাকা এবং ৪০টি করে ১০ হাজার টাকার পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার দেয়া হয়। রোববার (৩ নভেম্বর) জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফল প্রকাশ হবে।
জানা গেছে, ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) যে সব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলোই সংশ্লিষ্ট ড্রয়ের আওতায় আসে। আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়।
উল্লেখ্য-প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর ড্র অনুষ্ঠানের নির্ধারিত তারিখ। যদি নির্ধারিত দিনটি কোনো সরকারি ছুটি হয়, তাহলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।