অপরাধ

দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলে আটক

  প্রতিনিধি 30 October 2025 , 3:52:26 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত গাজীপুর আর্মি ক্যাম্প (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় মহানগরীর বাসন থানার ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর এলাকায় মো. তসলিম সিরাজের বাড়িতে।

অভিযান শেষে বৃহস্পতিবার সকালে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, অভিযানে নাওজোর এলাকার মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক তসলিম (২৭) কে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে-৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধার করার উপকরণ)। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।

অভিযান শেষে যৌথ বাহিনী আটক তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিক তসলিমকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করে।

জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক বাবা-ছেলেকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
11:51 PM রেকর্ড রান তাড়া করে অজিদের হারিয়ে ফাইনালে ভারতীয় নারীরা 11:45 PM পরিবারের বাইরে ঘনিষ্ঠদের কিডনি দান করা যাবে দেশেই, অধ্যাদেশ অনুমোদন 10:00 PM ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি 9:03 PM কারও চাপে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়নি: আখতার আহমেদ 8:55 PM সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ দেড় লাখ করার প্রস্তাব ইউজিসির 7:52 PM মেট্রোরেল লাইন দুর্ঘটনা: চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী 7:38 PM নায়ক সালমান শাহ হত্যা: সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা 7:25 PM ইবতেদায়ী শিক্ষকদের যমুনা অভিমুখে লং মার্চ রোববার 6:50 PM প্রধান উপদেষ্টা গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন: আসিফ নজরুল 6:13 PM নান্দাইলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সমাবেশ