প্রতিনিধি 30 October 2025 , 1:08:08 প্রিন্ট সংস্করণ

আগামী নভেম্বরেই গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবে জামায়াত, ইসলামী আন্দোলনসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হতে থাকে দলগুলোর নেতাকর্মীরা৷

এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো। নেতারা জানান, জুলাই সনদের আইনিভিত্তি দিতে নভেম্বরেই গণভোট না হলে অভ্যুত্থান বিনষ্ট হবার ক্ষেত্র তৈরি হবে৷
বেলা ১২টায় দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিনিধিদল একে একে স্মারকলিপি দিতে আলাদা আলাদাভাবে কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।