প্রতিনিধি 30 October 2025 , 8:44:40 প্রিন্ট সংস্করণ

রাতে আংশিক বন্ধ থাকার পর সকালে রাজধানীতে স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকেই নিয়মমাফিক যাত্রী চলাচল করতে দেখা গেছে।
এর আগে গতকাল (বুধবার) রাতে আগারগাঁও থেকে শাহবাগ অংশে সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ জন্য নিরাপত্তার স্বার্থে বুধবার রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয়।

যদিও মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল। পরে রাতেই ডিএমটিসিএল কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে মেরামত কার্যক্রম পরিচালনা করে।
উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রোরেল চালু করা হয় সোমবার বেলা ১১টার দিকে। তারপরও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলাচল করেছে মেট্রোরেল।