আইন-আদালত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি আজ

  প্রতিনিধি 29 October 2025 , 9:41:58 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের ওপর আজ বুধবার (২৯ অক্টোবর) পঞ্চম দিনের শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হবে।

গতকালও (মঙ্গলবার) দুপুর পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন আদালতে আইনজীবী শিশির মনির, বদরুদ্দোজা বাদলসহ তিনজন যুক্তি উপস্থাপন করেন। আজ শুনানিতে অংশ নেবেন বিএনপি পক্ষের আইনজীবীরা।

বিজ্ঞাপন

চতুর্থ দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা ছিল পরিকল্পিত। শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, আদালত জুলাই সনদের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রায় প্রদান করবেন।

এর আগে, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এ সময় আপিলের অনুমতিও দেওয়া হয়।

এরপর ড. বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা গোলাম পারওয়ারসহ আরও কয়েকজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল করেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:42 PM মেট্রোরেল দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের 12:35 PM ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর 11:44 AM লিবিয়া উপকূলে নৌকাডুবি, নিহত ১৮ 11:28 AM অস্তিত্বহীন ও ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে ঋণ নেন সাবেক ভূমিমন্ত্রী 10:55 AM ডিসেম্বরের পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ 9:41 AM তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি আজ 9:29 AM যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮ 9:20 AM ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি 9:10 AM আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই, একাদশে পরিবর্তনের আভাস 9:04 AM জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে কিউবার দিকে যাচ্ছে হারিকেন মেলিসা