প্রতিনিধি 27 October 2025 , 4:23:48 প্রিন্ট সংস্করণ

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চলছে খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার লড়াই। কিন্তু সোমবার সকালে ম্যাচ চলাকালীন সময়ে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা-বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জানা গেছে, খেলার তৃতীয় দিনে মাঠে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।

প্রায় এক দশক ধরে বরিশাল বিভাগীয় দলে ফিজিও হিসেবে কাজ করছিলেন হাসান আহমেদ। খেলোয়াড়দের ফিটনেস উন্নয়নে নিবেদিতপ্রাণ এই পেশাজীবীর মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় হাসান আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করা হবে। একইভাবে এনসিএলের পরবর্তী দিনেও তার স্মরণে নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
উল্লেখ্য, চলতি আসরে এর আগে বরিশালের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বিও ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, যদিও তিনি দ্রুত সেরে ওঠেন। কিন্তু ফিজিও হাসান আহমেদের অকাল প্রয়াণ ক্রিকেট অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে।