অন্যান্য

ভিকারুননিসার ফলাফল বিপর্যয়, ১৯ দফা দাবি অভিভাবকদের

  প্রতিনিধি 26 October 2025 , 7:22:56 প্রিন্ট সংস্করণ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। ভিকারুননিসার ফলাফল বিপর্যয় থেকে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য তাদের এই মানববন্ধন বলে জানিয়েছেন আয়োজকরা।

২৬ অক্টোবর রবিবার দুপুরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে মানববন্ধন পালন করেন অভিভাবকবৃন্দ।

শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মানববন্ধনে অভিভাবকদের পক্ষে ১৯ দফা প্রস্তাবনা উত্থাপন করেছেন খাজা সলিমুল্লাহ টিপু। মানববন্ধন শেষে অভিভাবক প্রতিনিধি দল এসব দাবি অধ্যক্ষের নিকট লিখিতভাবে পেশ করেছেন।

দাবিনামায় বলা হয়, প্রতিষ্ঠানটিতে স্থায়ী ও যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। অস্থায়ী শিক্ষক দিয়ে ক্লাস না নিয়ে এনটিআরসি অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত (বি.এড) শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়েছে।

অভিভাবকদের পক্ষে খাজা সলিমুল্লাহ টিপু ১৯ দফা দাবি সম্পর্কে জানান, সরকার নির্ধারিত শিক্ষার্থীসংখ্যা অনুযায়ী শ্রেণিকক্ষে আসন পুনর্বিন্যাস, আধুনিক বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় জেনারেটরের মাধ্যমে আলো-বাতাসের ব্যবস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্কুলকর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী ক্লাস ও পরীক্ষা নিতে হবে; শিক্ষা বোর্ডের নির্দেশ ছাড়া মাঝপথে সিলেবাস পরিবর্তন করা যাবে না। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাচের ব্যবস্থা, শিক্ষকদের পিতা-মাতা বা বন্ধুসুলভ আচরণ, ও ক্লাসেই পাঠ্য সম্পন্ন করার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করা হয়।

এছাড়া, ধানমন্ডি শাখাকে স্থায়ী ক্যাম্পাসে রূপান্তর, মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত ফি গ্রহণ বন্ধ, বোর্ড পরীক্ষায় বাহিরের কেন্দ্রে মনিটরিং জোরদার, এবং ক্যান্টিনে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি করা হয়েছে।

অভিভাবকবৃন্দ স্কুলের ছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। তাদের মতে, প্রতিটি শাখায় শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে যোগাযোগের জন্য দুটি করে মোবাইল বুথ স্থাপন করা যেতে পারে।

দাবিনামায় আরও উল্লেখ করা হয়, ছাত্রীদের ওয়াশরুম সংস্কার, পরিচ্ছন্নতা রক্ষা ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি, বিভিন্ন অনুষ্ঠানে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষ দ্রুত এসব দাবি বাস্তবায়ন করলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তার ঐতিহ্য আরও সমুন্নত রাখতে পারবে।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ 7:26 PM প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ 7:22 PM ভিকারুননিসার ফলাফল বিপর্যয়, ১৯ দফা দাবি অভিভাবকদের 7:08 PM ‘মন্থা’ কোথায় কখন আঘাত হানবে? 7:05 PM ‘জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত, তালিকা প্রকাশ সোমবার’ 6:55 PM মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে বিস্ফোরক মামলায় অব্যাহতি