প্রতিনিধি 24 October 2025 , 7:56:01 প্রিন্ট সংস্করণ

চলতি মাসের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ২০০ আসনে নিজেদের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বলে জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চলতি মাসেই (অক্টোবর) এসব প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রার্থীদের মধ্যে আন্দোলনে সক্রিয়, ত্যাগী এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদের অগ্রাধিকার দেয়া হবে’। এ ছাড়াও জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সঙ্গে বিএনপি’র আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান।
সালাহউদ্দিন আরও বলেন, ‘এনসিপির সঙ্গে বিএনপি জোটে যাবে কি না, সেটা দেখতে কিছুটা অপেক্ষা করতে হবে। যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো এখন জোটবদ্ধ নির্বাচনে আগ্রহ হারাতে পারে’।