প্রতিনিধি 21 October 2025 , 6:04:45 প্রিন্ট সংস্করণ

লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ কারাদণ্ডপ্রাপ্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে জেলে বন্দি করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি নিজে জেলে উপস্থিত হন। এরপর তাকে বন্দি করা হয়। নিকোলাস ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডন্টের দায়িত্ব পালন করেন।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার জন্য গাদ্দাফির থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিল নিকোলাস সারকোজির দল। বিদেশিদের কাছ থেকে অর্থ নেওয়ার দায়ে তাকে চলতি মাসের শুরুতে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক মাসের মধ্যে জেলে যাওয়ার নির্দেশ দেন আদালত।
নিকোলাস সারকোজি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বাকীর করেছেন। জেলে যাওয়ার আগে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন তিনি।