• খেলা

    পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

      প্রতিনিধি 21 October 2025 , 4:59:51 প্রিন্ট সংস্করণ

    রোনালদো জুনিয়র। ছবি: সংগৃহীত
    রোনালদো জুনিয়র। ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাবার যোগ্য উত্তরসূরি হতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র? ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরাদের একজন রোনালদো। ছেলেও বাবার মতো পেশাদার ফুটবলার হওয়ার পথেই হাঁটছেন। পর্তুগাল জাতীয় দলেও হয়তো এক সময় জায়গা করে নেবেন রোনালদো জুনিয়র। সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রোনালদোর বড় ছেলে। ডাক পেয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৬ দলে।

    বিজ্ঞাপন

    তুরস্কে ফেডারেশন কাপ সামনে রেখে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করা হয়। প্রধান কোচ ফিলিপে রামোস ২২ জনের দলে রোনালদো জুনিয়রকে রেখেছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের জাতীয় দলভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন রোনালদোর বড় ছেলে। ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গ্রুপ পর্বে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড।

    গত মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ২ গোল করে শিরোপা জেতান রোনালদো জুনিয়র। তার এ পারফরম্যান্সই তাকে অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেতে ভূমিকা রাখে। জাতীয় দলে ছেলের সঙ্গে রোনালদোর খেলার স্বপ্নপূরণ হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে জুনিয়র যে সঠিক পথেই এগোচ্ছেন তা নিয়ে কারো সন্দেহ থাকার সুযোগ নেই।

    বয়সভিত্তিক দলে বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি পরেই খেলেন রোনালদো জুনিয়র। এমনকি রোনালদো যে পজিশন থেকে ক্যারিয়ার শুরু করেছেন, সেই লেফট উইংয়েই খেলছেন রোনালদো জুনিয়রও। জাতীয় দলের বয়সভিত্তিক দলের পাশাপাশি বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের যুব দলেও খেলছেন রোনালদোর ছেলে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:28 AM আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা 11:56 PM জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর জয় 10:57 PM রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 8:17 PM জকসু নির্বাচন: গণনায় নাটকীয় মোড়, ভিপি পদে ৮০ ভোটে এগিয়ে ছাত্রশিবির 7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম