বাণিজ্য

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু, বর্ধিত প্রবেশ ফি স্থগিত

  প্রতিনিধি 19 October 2025 , 7:58:13 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু। (ফাইল ছবি)
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশের মাশুল বৃদ্ধির প্রতিবাদে গাড়ির মালিকেরা ভারী যানবাহন চলাচল বন্ধ রাখেন। এতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়। রোববার বেলা সাড়ে ৩টায় বর্ধিত প্রবেশ ফি স্থগিত করার পর পণ্যবাহী গাড়ির মালিকদের সংগঠনগুলো কর্মসূচি প্রত্যাহার করেছে।

১৯ অক্টোবর বন্দর কর্তৃপক্ষ মালিকদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। এরপর নেতারা গাড়ি না চালানোর কর্মসূচি প্রত্যাহার করলে বিকেল সাড়ে ৫টা থেকে পুরোদমে পণ্য পরিবহন শুরু হয়েছে। এতে বন্দর দিয়ে কনটেইনার ও পণ্য পরিবহনে অচলাবস্থা কাটল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৫ অক্টোবর থেকে বন্দরে গড়ে ৪১ শতাংশ মাশুল কার্যকর হয়। এর মধ্যে ভারী যানবাহনের প্রবেশের ফি আগে ছিল ৫৭ টাকা। সেই ফি ৪ গুণ বাড়িয়ে করা হয়েছে ২৩০ টাকা। এরপরই ঘোষণা ছাড়া গাড়ি চলাচল বন্ধ রাখেন মালিকেরা। প্রথম ৩ দিন আমদানি পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে শনিবার থেকে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

এ পরিস্থিতিতে রোববার দুপুরে বন্দর ভবনে গাড়ি মালিক সমিতির নেতাদের সঙ্গে বন্দর চেয়ারম্যানের বৈঠক হয়। বৈঠকে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করে এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করার কথা জানান বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

বৈঠকে উপস্থিত আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. ইউসুফ মজুমদার গণমাধ্যমকে বলেন, এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করার কথা। প্রবেশ ফিও আগের নিয়মে অর্থাৎ ৫৭ টাকা হারে আদায় করা হবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ