প্রতিনিধি 18 October 2025 , 5:52:42 প্রিন্ট সংস্করণ

সিনিয়র করেসপন্ডেন্ট: চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৯০ হাজার ৮২৫ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। এটি দেশের অর্থনৈতিক ইতিহাসে প্রথম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আদায়। শুক্রবার (১৭ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে আয়কর ও ভ্রমণ কর, স্থানীয় মুসক খাত, এবং আমদানি ও রফতানি খাত-প্রতিটি ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করের আওতা বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দিয়ে আদায়যোগ্য রাজস্ব পুনরুদ্ধারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা তাদের কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম ৩ মাসে রাজস্ব আদায় ছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ টাকা, ২০২৩-২০২৪ সালে ৭৬ হাজার ৬৮ কোটি টাকা, এবং ২০২২-২০২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে গত অর্থবছরের তুলনায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এ থেকে জানা যায়, প্রথম ৩ মাসের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হার ২০ দশমিক ২১ শতাংশ।