প্রতিনিধি 18 October 2025 , 1:46:46 প্রিন্ট সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের। মাঠে তাকে ক্যাপ পরিয়ে দেন সাইফ হাসান। এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন মাহিদুল।

শনিবার (১৮ অক্টোবর) টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনও খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত—এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে। আমাদের দলে দুইজন পেসার, তিনজন স্পিনার এবং সাতজন ব্যাটার আছে। ’
পরিসংখ্যানে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে বেশি ম্যাচ জিতেছে সফরকারী উইন্ডিজ। এই ভেন্যুতে ১০টি ম্যাচের ছয়টিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে চারটিতে। ২০১১ বিশ্বকাপের এক ম্যাচে এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে হেরেছিল ক্যারিবীয়রা।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম