রাজনীতি

চাকসু’র ফলাফল মেনে নিয়েছে ছাত্রদল, পাশে থাকবে শিক্ষার্থীদের

  প্রতিনিধি 16 October 2025 , 8:03:25 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাচিতদের কাজে সহযোগিতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা পাশে থাকবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্রদল আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাছির বলেন, ‘বুধবার ছিল আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। চাকসু নির্বাচনে ত্রুটি ও অব্যবস্থাপনা থাকা সত্ত্বেও সুন্দর ও স্বাভাবিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে অনেক অভিযোগ ছিল, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রায় দিয়েছে, তাই আসল। নির্বাচনে অমোচনীয় কালির ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে এ বিষয়ে প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল’।

বিজ্ঞাপন

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট যারা ছিলেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্যানেলের যে ইশতেহার রয়েছে তা বাস্তবায়নের জন্য কাজ করব। নির্বাচনে আমরা ভালো ফল অর্জন না করতে পারলেও নির্বাচিতদের কাজে পাশে থাকবে ছাত্রদল।

নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে নির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘আমরা চাকসু নির্বাচন আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম। আমার নির্বাচিত হওয়ার পেছনে শিক্ষার্থীদের অনেক বেশি অবদান ছিল। যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি-সবার প্রতিনিধি হিসেবে কাজ করব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চাকসুর নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যরা।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ