অন্যান্য

স্ট্যামফোর্ডে ‘স্তন ক্যান্সার’ সচেতনতামূলক অনুষ্ঠান

  প্রতিনিধি 16 October 2025 , 4:30:58 প্রিন্ট সংস্করণ

নুভিস্তা ফার্মা সবসময় নারীর স্বাস্থ্যসেবা, পুষ্টি ও মানসিক সুস্থতা উন্নয়নে কাজ করে আসছে।
নুভিস্তা ফার্মা সবসময় নারীর স্বাস্থ্যসেবা, পুষ্টি ও মানসিক সুস্থতা উন্নয়নে কাজ করে আসছে।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ডেস্ক রিপোর্ট: নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘পাওয়ার অফ শী’ এর উদ্যোগে “নারী স্বাস্থ্য সচেতনতায়-পিসিওএস এবং স্তন ক্যান্সার সচেতনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও নুভিস্তা ফার্মা লিমিটেড।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজী আয়েশা ও বৃ‌ষ্টি রাণী। তাঁরা নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে পাওয়ার অব শী-এর চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, “নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজে সচেতনতা তৈরি করা সময়ের দাবি। পিসিওএস ও স্তন ক্যান্সার সম্পর্কে জানার পাশাপাশি প্রতিরোধের পথও জানতে হবে।”

এরপর বক্তব্য রাখেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির সদস্য রুমানা হক রিতা ও রেজিস্ট্রার মো. আব্দুল মতিন। তাঁরা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাওয়ার অব শী-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নুভিস্তা ফার্মা লিমিটেড-এর ব্যবস্থাপক, তানিয়া ইদ্রিস বলেন,
“নারীর স্বাস্থ্যের যত্ন নেওয়া মানেই একটি সচেতন সমাজ গড়ে তোলা। নুভিস্তা ফার্মা সবসময় নারীর স্বাস্থ্যসেবা, পুষ্টি ও মানসিক সুস্থতা উন্নয়নে কাজ করে আসছে।

এসময় তিনি নুভিস্তার বিভিন্ন সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক উদ্যোগের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠা‌নের প্রথম পর্বে বক্তব্য দেন ডা. শারমিন আব্বাসি, সহযোগী অধ্যাপক (স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ) ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি বলেন, “পিসিওএস শুধু প্রজনন নয়, নারীর সার্বিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একটি জটিল অবস্থা। এটি অবহেলা করলে বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। তবে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শে এটি নিয়ন্ত্রণ সম্ভব।”

এরপর বক্তব্য দেন প্রফেসর রওশান আরা বেগম, বাংলাদেশ স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞান সমিতির সাবেক সভাপতি। তিনি বলেন, “নারীরা প্রায়ই নিজেদের অসুস্থতা নিয়ে চুপ করে থাকেন। এই নীরবতা ভাঙতে হবে। স্বাস্থ্য নিয়ে কথা বলা ও সচেতন হওয়াই প্রথম পদক্ষেপ।”

বিজ্ঞাপন

দ্বিতীয় পর্বে বক্তব্য দেন ডা. তাসনুভা মাহজাবীন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই পর্বে দুইজন ক্যান্সার সারভাইভার নারী—সানজিদা খানম অনি (গৃহিণী) ও রায়না মাহমুদ (আলোকচিত্রী ও উদ্যোক্তা)—নিজেদের সংগ্রামী জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁদের এই গল্প উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

এরপর বক্তব্য দেন প্রফেসর শামসাদ জাহান শেলি, বিভাগীয় প্রধান, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্ত্রীরোগ ও এন্ডোস্কোপিক চিকিৎসা সমিতি। তিনি বলেন,
“স্তন ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা ও নিয়মিত পরীক্ষা। ভয় না পেয়ে চিকিৎসা শুরু করলেই এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।”

শেষ পর্বে বক্তব্য দেন ডা. জামান উম্মে হুমায়রা, সহযোগী অধ্যাপক ও পরামর্শক, প্লাস্টিক ও পুনর্গঠন সার্জারি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি ক্যান্সার চিকিৎসা পরবর্তী মানসিক ও শারীরিক পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে বলেন,
“রোগ নিরাময়ের পাশাপাশি রোগীর আত্মবিশ্বাস ও মানসিক শক্তি ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রোগীকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে।”

এই পর্বে উপস্থিত ছিলেন প্রফেসর সামিনা চৌধুরী, বাংলাদেশ স্ত্রীরোগ ও প্রসূতি বিজ্ঞান সমিতির সাবেক সভাপতি। তিনি নারীর স্বাস্থ্য বিষয়ে পারিবারিক ও সামাজিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন,
“নারীর শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় পরিবার, সমাজ ও কর্মক্ষেত্র—সব জায়গায় সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা জরুরি।”

অনুষ্ঠানে জনপ্রিয় অভিনয়শিল্পী এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাবেক শিক্ষার্থী জিনাত শানু স্বাগতা  নারী স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার ও শান্তা কবিরসহ দেশের সুনামধন্য নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এবং তাঁরা নারীর স্বাস্থ্য ও আত্মনির্ভরতা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী প্রযোজক নায়লা পিয়া ও সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট ফারহানা রহমান সহ উপ‌স্থিত গণ‌্যমাধ‌্যমকর্মীরা তাঁদের বক্তব্যে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং সামাজিক দায়িত্ব হিসেবে নারীর পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২০১৭ সাল থেকে ‘পাওয়ার অব শী’ নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা, সাইবার নিরাপত্তা, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সেবামূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ