• আন্তর্জাতিক

    মাদাগাস্কারে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী

      প্রতিনিধি 14 October 2025 , 8:41:57 প্রিন্ট সংস্করণ

    মাদাগাস্কারে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর মাদাগাস্কারের ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিদেশি গণমাধ্যম এএফপি-এক প্রতিবেদনে জানিয়েছে, মাদাগাস্কারের সেনাবাহিনীর এক কর্নেল জাতির উদ্দেশে দেয়া সংক্ষিপ্ত ভাষণে, ক্ষমতা গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

    এর আগে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন ও পাস হয়। রাজধানী আন্তানানারিভোতে অনুষ্ঠিত সেই ভোটে ১৩০ সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন। ভোটের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    বিজ্ঞাপন

    অভিশংসনের পরপরই সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রাজোয়েলিনা বলেন, ‘এই ভোট সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক। তিনি দাবি করেন, ‘জাতীয় পরিষদ ভেঙে দেয়া হয়েছিল, তবু অবৈধভাবে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তিনি সংসদের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান’।

    এরই মধ্যে রাজধানীর সামরিক সদর দপ্তর থেকে সেনাবাহিনীর এক কর্নেল ক্ষমতা দখলের ঘোষণা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে তিনি বলেন, ‘জাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আমরা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালন করব’।

    উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে দুর্নীতি, দারিদ্র্য ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের আন্দোলন ব্যাপক আকার নেয়। রাজধানীসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। সেনাবাহিনীর একটি অংশ ‘ক্যাপসাট’ ইউনিট প্রকাশ্যে প্রেসিডেন্টের বিরোধিতা করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:55 PM মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান 1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা 11:44 AM নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা 11:00 AM মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ আটক ৩ 10:57 AM ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত 10:53 AM প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু, প্রথম দিন শুনানি হবে ৭০টি 10:51 AM নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল 11:01 PM তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত 10:34 PM বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান