জাতীয়

কমিশন চাইলে প্রতীক বাড়াতে ও কমাতে পারে: এনসিপি’র প্রসঙ্গে সিইসি

  প্রতিনিধি 12 October 2025 , 7:02:48 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি-এএমএম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়ার বিষয়ে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেন, ‘যখন কোনো দল নিবন্ধিত হয়, তখন তাকে কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকা থেকেই প্রতীক নিতে হয়। এনসিপি-যেটি চেয়েছিল, সেটা তালিকাভুক্ত ছিল না। ‘নির্ধারিত তালিকায় ওই দলের দাবি করা প্রতীকটি না থাকায়, তা দিতে পারিনি। তবে কমিশন চাইলে প্রতীক বাড়াতে ও কমাতে পারে’।

রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন-সিইসি। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

এ ছাড়াও চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি সভায় অংশ নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নাসির উদ্দীন আরও বলেন, ‘বিধান হলো যে তালিকাভুক্ত প্রতীক আছে, ওখান থেকে নিতে হবে। এখন পর্যন্ত তালিকার বাইরে থাকা প্রতীক কমিশন কাউকে দেয়নি। তবে কমিশন চাইলে প্রতীক বাড়াতে ও কমাতে পারে। আগে ১১৫টি প্রতীক ছিল না, এখন আছে।’

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে এনসিপি। কিন্তু তাদের চাওয়া শাপলা প্রতীক ইসির সংশ্লিষ্ট বিধিমালায় নেই। তাই বিধিমালায় থাকা একটি প্রতীক পছন্দ করে ৭ অক্টোবরের মধ্যে জানাতে এনসিপিকে চিঠি দিয়েছিল ইসি। তবে দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ই চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি চিঠি ই-মেইলের মাধ্যমে নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠিয়েছে দলটি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থার ব্যাপারে এনসিপির বক্তব্য তিনি শোনেননি। কোন পরিপ্রেক্ষিতে বলছেন, তা বুঝতে পারছেন না।

অপরদিকে নির্বাচন কমিশনকে দেয়া চিঠিতে এনসিপি বলেছে-তারা আশা করে, সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করে এনসিপিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ দেবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি