খেলা

আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!

  প্রতিনিধি 12 October 2025 , 6:29:42 প্রিন্ট সংস্করণ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তিনি। তবে এই সংস্করণেও হয়তো আগামী বিশ্বকাপের পর আর দেখা যাবে না। তার আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন কোহলি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি। দলটির সঙ্গে মিশে গেছে তার সবকিছু। এই দলের হয়ে শীঘ্রই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে পারেন কোহলি, ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে।

বিজ্ঞাপন

কোহলির মতো ক্রিকেটার আরসিবির সঙ্গে থাকায় দলটির ব্র্যান্ড ভেল্যুও অনেক। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে আরসিবির আর্থিক খাতে। আইপিএল থেকে অবসরের ভাবনায় নতুন করে আর কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না কোহলি।

রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত। ফলে কোহলির উপস্থিতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল। তবে কোহলি তার বিকল্প খুঁজতে বলেছেন।

এদিকে মাঠের ক্রিকেটেও কোহলির শেষের ছাপ স্পষ্ট। লম্বা সময় দলটিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সর্বশেষ মৌসুমের আগেও তাকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটাতে রাজি হননি তিনি। তরুণ রজত পাতিদারকে দেওয়া হয় অধিনায়কত্ব। অর্থাৎ, নেতৃত্বেও বিকল্প তৈরির চেষ্টা করছে আরসিবি।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ