• লাইফস্টাইল

    ভুল সময়ে চা-কফি পান করছেন না তো ?

      প্রতিনিধি 12 October 2025 , 4:47:41 প্রিন্ট সংস্করণ

    কোন সময়ে এড়িয়ে চলা উচিত চা বা কফি
    কোন সময়ে এড়িয়ে চলা উচিত চা বা কফি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    অনেকের সকাল শুরুই হয় না চা কফি ছাড়া। আবার অনেকেই দিনজুড়েই পান করেন একের পর এক কাপ। এই পানীয় দেহে সতেজতা নিয়ে দেয় ফ্রেশ অনুভূতি।

    তবে ভুল সময়ে চা কফি শরীরের জন্য হতে পারে বিপদজনক। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত সময়ে চা বা কফি পান করলে হজমে সমস্যা, পুষ্টি শোষণে বিঘ্ন এবং ঘুমের ব্যাঘাতসহ একাধিক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

    ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের দিনে ৩০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করা উচিত নয়। এক কাপ (১৫০ মিলি) কফিতে থাকে প্রায় ৮০–১২০ মিলিগ্রাম ক্যাফেইন। ইনস্ট্যান্ট কফিতে এই মাত্রা কিছুটা কম (৫০–৬৫ মিলিগ্রাম)। অন্যদিকে, এক কাপ চায়ে থাকতে পারে ৩০–৬৫ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন।

    বিজ্ঞাপন

    বিশেষজ্ঞরা বলছেন, এই মাত্রার বেশি ক্যাফেইন স্নায়ুতন্ত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে নির্ভরশীলতা তৈরি করে।

    কোন সময়ে এড়িয়ে চলা উচিত চা বা কফি?

    সকালে খালি পেটে : অনেকেই ঘুম থেকে উঠেই অভ্যাসবশত চা বা কফি পান করেন। তবে খালি পেটে ক্যাফেইন গ্রহণ করলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এতে উদ্বেগ, অস্বস্তি এবং ক্লান্তি দেখা দিতে পারে। তাই, সকালের নাশতার আগে চা-কফি এড়িয়ে চলাই ভালো।

    খাবারের সঙ্গে বা পরে : চা ও কফির অম্লীয় (অ্যাসিডিক) প্রকৃতি হজমে সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে খাবারের সঙ্গে বা খাবারের ঠিক পরপর পান করলে। এমনকি আয়রন শোষণও ব্যাহত হয়। তাই, খাবারের অন্তত এক ঘণ্টা আগে বা পরে চা বা কফি গ্রহণ করাই স্বাস্থ্যসম্মত।

    চা বা কফি শরীরের জন্য উপকারী হতে পারে। যদি তা সঠিক সময়ে, সঠিক পরিমাণে পান করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার 6:01 PM আইসিসির সাথে ভিডিও কনফারেন্স বিসিবির, যে সিদ্ধান্ত জানালো বোর্ড 5:58 PM জেনে নিন-মটরশুঁটি খাওয়ার উপকারিতা 5:47 PM ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো 5:31 PM বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি 5:22 PM ২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ 4:54 PM নারী-পুরুষের সমতা নিয়ে যা বললেন মিথিলা