• খেলা

    তামিমের উপস্থিতিতে উৎসবমুখর কোয়াব নির্বাচন

      প্রতিনিধি 4 September 2025 , 5:56:46 প্রিন্ট সংস্করণ

    তামিমের উপস্থিতিতে উৎসবমুখর কোয়াব নির্বাচন
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সাবেক ও বর্তমান খেলোয়াড়রা একত্রিত হয়ে আড্ডা জমিয়েছেন, যা কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে।

    জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও ভোট দিতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং আসন্ন বিসিবি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কারণে তামিমের প্রতি সাংবাদিকদের দৃষ্টি স্বাভাবিকভাবেই বেশি ছিল।

    যদিও তামিম কোয়াবের সভাপতি পদে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেননি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কেন আমি নির্বাচনে অংশ নিইনি।’

    বিজ্ঞাপন

    এবারের কোয়াব নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের মধ্যে এই পদটির লড়াই অনুষ্ঠিত হচ্ছে। অন্য ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়েছেন। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক সভাপতি নাঈমুর রহমান ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল পদত্যাগ করেছিলেন। এরপর সেলিম শাহেদের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যাদের তত্ত্বাবধানে এবার নির্বাচন সম্পন্ন হলো।

    নির্বাচন পরবর্তী সময়ে তামিম বলেন, কোয়াব পরিচালনায় কিছু ত্রুটি থাকলেও নতুন কমিটি তা ঠিক করার চেষ্টা করবে।

    তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল নির্বাচন সম্পন্ন হওয়া। নতুন কমিটির হাতে দুই বছরের সময় থাকবে, যা তারা সিস্টেম্যাটিকভাবে ব্যবহার করবে। এ পর্যন্ত যা দেখেছি, তা ইতিবাচক।’

    প্রথমবারের মতো কোয়াব নির্বাচনের সরাসরি প্রক্রিয়া দেখার অভিজ্ঞতা নিয়ে তামিম উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আমার আজ প্রথম দেখা। পুরো পরিবেশ যেন এক কার্নিভালের মতো। নতুন কমিটি প্রতিষ্ঠার পর তাদেরকে গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:40 PM রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: সাফাই সাক্ষ্য ১৩ জানুয়ারি 5:32 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত ইসি’র 5:23 PM প্রথম দিনের আপিল শুনানি: ৫২ জনের মনোনয়ন বৈধ করেছে ইসি 5:15 PM গানম্যান পেলেন জোনায়েদ সাকিসহ ৩ জন 4:58 PM ব্যাংক ঋণের চড়া সুদের হার, হঠাৎ কমানো সহজ নয়: অর্থ উপদেষ্টা 4:37 PM বিটিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর ডায়েরি’ 1:55 PM মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় : তারেক রহমান 1:34 PM সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমান 1:07 PM ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা 11:44 AM নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা