খেলা

হামজার গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি বাংলাদেশ

  প্রতিনিধি 9 October 2025 , 10:19:41 প্রিন্ট সংস্করণ

এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে হংকংয়ের বিপক্ষে খেলতে নেমে হামজা চৌধুরী তার যোগ্যতার প্রমান করেন। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

হামজা চৌধুরীর গোলে প্রথমার্ধের শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। ৯০ মিনিটের নির্ধারিত ও অতিরিক্ত ৯ মিনিট সময় শেষে ফলাফল বাংলাদেশ ৩ ও হংকং ৪ গোল। এদিকে হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অনেকটা তাচ্ছিল্যের সুরেই বলেছিলেন, ‘হামজা আমার দলের হলে তার জায়গা হতো বেঞ্চে!’ হংকং কোচ কেন এমন কথা বলেছিলেন, হয়তো বাংলাদেশ দলকে মানসিকভাবে দুর্বল করতে অথবা সত্যিই তিনি হামজা চৌধুরীকে তেমন গোনায় ধরেননি। তবে তিনিই এ বিষয়ে ভালো বলতে পারবেন।

অপরদিকে, ঢাকা স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে হংকংয়ের বিপক্ষে খেলতে নেমে এই হামজা চৌধুরীই পার্থক্য গড়ে দিলেন। ১৩তম মিনিটে হংকং বক্সের সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। কিক নিতে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী। হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলি ওয়েস্টউড এই কিকেই টের পেয়ে গেছেন, হামজা চৌধুরী কি জিনিস!

বিজ্ঞাপন

বক্সের বাম কোন থেকে নেয়া হামজা চৌধুরীর জোরালো ফ্রি-কিকটি চোখের পলকে গিয়ে সোজা আশ্রয় নিলো হংকংয়ের জালে। একজন ডিফেন্ডার শেষ মুহূর্তে মাথায় ছুঁইয়ে চেষ্টা করেন গোল থেকে দলটিকে বাঁচানোর। কিন্তু হামজার শটের এত বেশি গতি ছিল যে, সেটিকে আর ঠেকানো সম্ভব হয়নি। ম্যাচের ১৩ মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেলো বাংলাদেশ।

শামিত সোম, ফাহামিদুল ইসলাম এবং জামাল ভূঁইয়াকে বেঞ্চে রেখেই একাদশ গঠন করেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবুও, ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলা উপহার দেয় বাংলাদেশ দলের ফুটবলাররা। গ্যালারিভর্তি দর্শকদের তুমুল উত্তেজনা যেন হামজাদের খেলার গতিকে আরও বাড়িয়ে তুলেছে। গ্যালারিতে খেলা দেখতে চলে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।

দুর্দান্ত খেলতে খেলতে শেষ মুহূর্তে গোল হজম করার বাজে অভ্যাসটা দূর করতে পারলো না বাংলাদেশ দলের ফুটবলাররা। যার ফলে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে- ইনজুরি সময়ে গোল হজম করে বসে লাল-সবুজ জার্সিধারীরা। যার ফলে ১-১ গোলে ড্র নিয়েই বিরতিতে গেলো বাংলাদেশ দল।

বিরতির পরই ৮২ মিনিটে খেলার ফল দাঁড়ায় ২-৩ গোল। এরপর কিছুটা আক্রমণ পাল্টা আক্রমনের খেলা চলতে থাকলেও ৮৯ মিনিটে ৩-৩ গোলে সমতা ফিরে আসে। কিন্তু শেষ পর্যন্ত অনাকাঙ্খিত ৩-৪ গোলের ফলাফল নিয়েই মাঠ ছাড়তে হয়েছে-রাকিব ও হামজা চৌধুরীদের।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা দেওয়ান চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা-২, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ