• জাতীয়

    চাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার : গণতান্ত্রিক ক্যাম্পাস চায় তারা

      প্রতিনিধি 9 October 2025 , 6:33:55 প্রিন্ট সংস্করণ

    গণতান্ত্রিক ক্যাম্পাস চায় ছাত্রদল
    গণতান্ত্রিক ক্যাম্পাস চায় ছাত্রদল
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ছাত্রদলের ইশতেহারে আটটি দফা রয়েছে। এর মধ্যে রয়েছে সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস সমৃদ্ধ করা ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ইত্যাদি।

    প্যানেলের এজিএস পদপ্রার্থী আইয়ুবুর রহমানের সঞ্চালনায় ইশতেহার পাঠ করেন ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, একটি উদার গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে এ ইশতেহার তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে তাঁরা সংকট বোঝার চেষ্টা করেছেন। এর ভিত্তিতে ইশতেহারে আটটি দফা যুক্ত করা হয়েছে।

    বিজ্ঞাপন

    ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাজ্জাদ হোসেন বলেন, ছাত্রদল-সমর্থিত প্যানেল নির্বাচিত হলে অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালু করা হবে। এর মাধ্যমে ক্লাস রুটিন, ফলাফলের তথ্য জানাসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এ ছাড়া ম্যাটল্যাব স্থাপন এবং গবেষণার প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় গ্রন্থাগারকে আধুনিকায়ন করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা, প্রতিটি হলে পাঠকক্ষ ও গ্রন্থাগারের ব্যবস্থা এবং শহরের ২ নম্বর গেটে গ্রন্থাগারের শাখা করার উদ্যোগ নেওয়া হবে।

    ইশতেহারে বলা হয়, সেশনজট নিরসন, ওপেন ক্রেডিট ও ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা প্রবর্তন, প্রশাসনিক জটিলতা কমাতে ‘লাঞ্চের পরে আসেন’ সংস্কৃতি দূর করার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভাতা বৃদ্ধি, হলে আসন সংরক্ষণ, ব্রেইল বইয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম 5:53 PM সংসদ নির্বাচন: ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী 5:43 PM পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তার বদলি 5:40 PM ৩৫ জেলায় নিপাহ ভাইরাস, খেজুরের রসসহ যেসব বিষয় সতর্ক করেছেন বিশেষজ্ঞরা 5:30 PM ভারতে খেলার মত পরিস্থিতি নেই বলে আইসিসিকে চিঠি দেওয়া হবে: আসিফ নজরুল 3:53 PM করদাতার ব্যাংক এ্যকাউন্টে অনলাইনে ভ্যাট রিফান্ড চালু করল এনবিআর