প্রতিনিধি 9 October 2025 , 5:33:46 প্রিন্ট সংস্করণ

আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হতে পারে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে ফল প্রকাশের তারিখ চেয়ে সরকারের কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ড সুত্রে এসব তথ্য জানা গেছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়েছে। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।