খেলা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার বাংলাদেশের সাইফ

  প্রতিনিধি 8 October 2025 , 7:21:04 প্রিন্ট সংস্করণ

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছে
আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছে
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ক্রীড়া প্রতিবেদক

নেদারল্যান্ডস সিরিজে দলে ফেরার পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যাটার সাইফ হাসানের ব্যাট হাসছে। তার পুরস্কার পেল এই ডানহাতি ব্যাটার। দেড় মাস আগেও দলে না থাকা সাইফ আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছে।

অপরদিকে বোলারদের তালিকায় ৮৭ ধাপ উন্নতি হয়েছে টাইগার স্পিনার নাসুম আহমেদের।

আজ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গেল সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮২ রান করেন সাইফ। এরমধ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয়ের নায়ক হন তিনি। ফলে র‌্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬২৪ রেটিং নিয়ে ১৮তম স্থানে উঠেছেন সাইফ। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। এছাড়াও বাংলাদেশের হয়ে সাইফই এখন সেরা অবস্থানে আছেন।

বিজ্ঞাপন

সাইফের মত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাঁ-হাতি ওপেনার তানজিদ হাসানের। আফগানিস্তান সিরিজে ৮৬ রান করেন তিনি। প্রথম ম্যাচে ৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন তানজিদ। ঐ ম্যাচে পারভেজ হোসেন ইমনের সাথে উদ্বোধনী জুটিতে ৭০ বলে ১০৯ রানের জুটি গড়েন তিনি। ৬ ধাপ এগিয়ে ৫৫৮ রেটিং নিয়ে ৩৭তম স্থানে আছেন তিনি।

র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ওপেনার ইমনের। ৫০৪ রেটিংয়ে নিয়ে ৫৩তম স্থানে উঠেছেন তিনি।

বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৫২৫ রেটিং নিয়ে ৪৪তম স্থানে উঠেছেন নাসুম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ সেরা হন এই বাঁ-হাতি স্পিনার। নাসুমের সাথে উন্নতি হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। ৯ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

৬৪১ রেটিং নিয়ে ১২তম স্থানেই আছেন পেসার মুস্তাফিজুর রহমান। যা বাংলাদেশের পক্ষে সেরা অবস্থান।

বর্তমানে টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার ভারতের অভিষেক শর্মা, সেরা বোলার টিম ইন্ডিয়ার বরুণ চক্রবর্তী এবং সেরা অলরাউন্ডার পাকিস্তানের সাইম আইয়ুব।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ