আইন-আদালত

‘সব কিছুরই শেষ আছে’- আদালত চত্বরে সাংবাদিকদের উদ্দেশে পলক

  প্রতিনিধি 8 October 2025 , 2:33:19 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বনানী থানায় হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত পুলিশ আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এসময় প্রত্যেকের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয় এবং ৫ তলায় এজলাসে ওঠানো হয়।

বিজ্ঞাপন

এজলাসে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে পলক বলেন, ‘সব কিছুরই শেষ আছে।’ একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘সামনে তো নির্বাচন, আপনি কি অংশ নেবেন?’ এই প্রশ্নে পলক শুধু মাথা নেড়ে উত্তর দেন। পরে বলেন, ‘সব কিছুরই শেষ আছে।’

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক ইয়াছির আরাফাত আদালতে বলেন, নিহত মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, ওই ঘটনায় ১২০ জন জুলাই আন্দোলনকারী নিহত হয়েছেন এবং এটি আসামিদের নির্দেশে সংঘটিত হয়েছে।

শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। এরপর আবারও আসামিদের হাজতখানায় নেওয়া হয়।

পলক তার পরিবারের কাছে নিজের অবস্থার খবর দিতে বলেন এবং তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন। আইনজীবী জানান, পলক এখন উজ্জীবিত ও মানসিকভাবে প্রস্তুত, জেলখানার সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের অবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ