প্রতিনিধি 8 October 2025 , 12:08:38 প্রিন্ট সংস্করণ

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। স্বর্ণের এ নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী–
২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা; ২১ ক্যারেট সোনার ভরি প্রতি বিক্রি হবে ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা; ১৮ ক্যারেট ভরি প্রতি সোনা ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা; আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।
আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং স্থানীয় চাহিদার চাপই মূলত দেশের বাজারে সোনার মূল্য বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।