আন্তর্জাতিক

মিশরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০

  প্রতিনিধি 7 October 2025 , 10:06:47 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধের অবসান পরিকল্পনা নিয়ে মিশরে পরোক্ষ আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাস। মিশরের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের বরাতে আল-জাজিরা জানিয়েছে, সোমবার লোহিত সাগরের উপকূলীয় শহর শারম আল-শেখে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলো বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে। এতে মধ্যস্থতা করছে মিশর ও কাতার।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার প্রথম দফা আলোচনা শেষ হয়েছে গভীর রাতে, আর মঙ্গলবার নতুন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই আলোচনা এমন এক সময় চলছে, যখন হামাসের ইসরায়েল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।

তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন বলে জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। ওই দিনই ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন, যাতে আলোচনার প্রক্রিয়া অগ্রসর হতে পারে। কিন্তু এর পরও হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদরোশিয়ান জানিয়েছেন, সেনাবাহিনী এখনো “প্রতিরক্ষামূলক কার্যক্রম” চালাচ্ছে এবং গাজায় এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি।

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষই তার প্রস্তাবিত শান্তি কাঠামোর সঙ্গে একমত এবং তিনি দ্রুত অগ্রগতি চান।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, হামাস “খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে” সম্মত হয়েছে। তার প্রশাসনের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, আলোচনার প্রযুক্তিগত দিকগুলো নিয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও আশা প্রকাশ করেছেন যে, হামাসের হাতে থাকা ৪৮ ইসরায়েলি বন্দির (যার মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে) মুক্তির ঘোষণা এই সপ্তাহেই আসতে পারে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, হামাস বন্দিদের মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ছেড়ে দেবে। এছাড়া হামাস গাজার নিয়ন্ত্রণ ছাড়বে এবং ইসরায়েল সেখানে থেকে সেনা প্রত্যাহার করবে।

এদিকে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন, এবং দুই মিলিয়ন মানুষেরও বেশি খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ