আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

  প্রতিনিধি 5 October 2025 , 2:27:52 প্রিন্ট সংস্করণ

প্রদর্শনীতে কিম জেনারেলদের সঙ্গে নতুন অস্ত্রের পাশে হাঁটছেন
প্রদর্শনীতে কিম জেনারেলদের সঙ্গে নতুন অস্ত্রের পাশে হাঁটছেন
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া তাদের ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই তথ্য জানায়।

এএফপি জানায়, দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে, যারা উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় নিয়োজিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ সামরিক মহড়া চালায়, যা পিয়ংইয়ং নিয়মিতভাবে ‘আগ্রাসনের প্রস্তুতি’ বলে অভিযোগ করে আসছে।

বিজ্ঞাপন

শনিবার পিয়ংইয়ংয়ে এক অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনে কিম বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া পারমাণবিক জোট দ্রুত শক্তিশালী হচ্ছে। তাদের বাড়তি অস্ত্র মোতায়েনে আমাদের কৌশলগত উদ্বেগ বেড়েছে, তাই আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিশেষ অস্ত্র মোতায়েন করেছি।

তবে ‘বিশেষ অস্ত্র’ বলতে কিম কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। রাষ্ট্রীয় ছবিতে দেখা যায়, প্রদর্শনীতে কিম জেনারেলদের সঙ্গে নতুন অস্ত্রের পাশে হাঁটছেন।

এর আগে কিম জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। ২০১৯ সালে হ্যানয়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনা বন্ধ রয়েছে।

জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেও পিয়ংইয়ং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং নিজেদের ‘অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে।

সূত্র: রয়টার্স, জাপান টাইমস, আল-জাজিরা, এএফপি

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি