আন্তর্জাতিক

ব্রিটেনে শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধের উদ্যোগ

  প্রতিনিধি 3 September 2025 , 8:36:57 প্রিন্ট সংস্করণ

- বিভিন্ন ব্রান্ডের অ্যানার্জি ড্রিংকস। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ব্রিটেনে ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন করার পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দেশটির সরকার একথা জানায়। ফলে রেড বুল-এর মতো জনপ্রিয় পানীয়গুলো আর ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি করা যাবে না। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি প্রচার করে।

বিজ্ঞাপন

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক বিবৃতিতে বলেন, ‘শিশুদের কাছে পানীয় বিক্রি থেকে দোকানগুলোকে বিরত রেখে আগামীর প্রজন্মকে স্বাস্থ্যবান ও সুখি হওয়ার ভিত্তি তৈরি করে দিতে সহযোগিতা করছি। ব্রিটেন সরকার মনে করে, সে দেশে ১৩ থেকে ১৬ বছর বয়সী এক-তৃতীয়াংশ শিশু অ্যানার্জি ড্রিংক পান করে। তারা অনেক সময় এমন অ্যানার্জি ড্রিংক পান করে, যেগুলোতে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন রয়েছে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট আগেই স্বেচ্ছায় অ্যানার্জি ড্রিংক বিক্রিতে বয়সসীমা আরোপ করেছে’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের প্রতিফলন ঘটাতেই এবার সরকার সরাসরি উদ্যোগ নিচ্ছে। তরুণদের স্বাস্থ্য রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে, কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক বা চা-কফি এই নিষেধাজ্ঞার আওতায় আসছে না। বিষয়টি নিয়ে ১২ সপ্তাহ পরামর্শ চলবে। এসময় বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের মতামত নেয়া হবে’।

উল্লেখ্য, ব্রিটেনের বর্তমান আইন অনুসারে প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত যেকোনো পানীয়ের জন্য সতর্কতামূলক লেবেলে লেখা থাকা বাধ্যতামূলক যে, এটি শিশুদের জন্য পান যোগ্য নয়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ