খেলা

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

  প্রতিনিধি 5 October 2025 , 1:27:29 প্রিন্ট সংস্করণ

আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এবারের সিরিজে দুই দল তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আায়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছুঁয়ে ফেলতে যাচ্ছেন একটি ঐতিহাসিক মাইলফলক। সবকিছু ঠিক থাকলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেলতে যাচ্ছেন শততম টেস্ট ম্যাচ।

বিজ্ঞাপন

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে, সেখানেই শততম টেস্ট খেলবেন মুশফিক।

এখন পর্যন্ত ৯৮টি টেস্টে ১২টি সেঞ্চুরির মাধ্যমে ৬ হাজার ৩২৮ রান করেছেন তিনি। যদিও ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন মুশফিক।

এই সিরিজ খেলতে ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে আইরিশরা। ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি