• খেলা

    আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক

      প্রতিনিধি 4 October 2025 , 11:23:55 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারে নতুন এক মাইলফলকের দ্বারপ্রান্তে। দেশের হয়ে তিন ফরম্যাটে দীর্ঘ ক্যারিয়ার শেষে এবার তিনি অপেক্ষা করছেন শততম টেস্ট খেলার। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করলে সামনে আসে এই ঐতিহাসিক সুযোগের বিষয়টি।

    বিজ্ঞাপন

    সফরসূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে, এ ম্যাচেই শততম টেস্ট খেলবেন মুশফিক।

    এর আগে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কেউ শততম টেস্ট খেলেননি। ৯৮টি টেস্টে এখন পর্যন্ত মুশফিক করেছেন ৬ হাজার ৩২৮ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি। তিনি এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাই টেস্ট ক্রিকেটেই তার পুরো মনোযোগ।

    দুই টেস্ট শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল যাবে চট্টগ্রামে, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ