খেলা

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, শততম টেস্টের অপেক্ষায় মুশফিক

  প্রতিনিধি 4 October 2025 , 11:23:55 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারে নতুন এক মাইলফলকের দ্বারপ্রান্তে। দেশের হয়ে তিন ফরম্যাটে দীর্ঘ ক্যারিয়ার শেষে এবার তিনি অপেক্ষা করছেন শততম টেস্ট খেলার। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করলে সামনে আসে এই ঐতিহাসিক সুযোগের বিষয়টি।

বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে, এ ম্যাচেই শততম টেস্ট খেলবেন মুশফিক।

এর আগে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কেউ শততম টেস্ট খেলেননি। ৯৮টি টেস্টে এখন পর্যন্ত মুশফিক করেছেন ৬ হাজার ৩২৮ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি। তিনি এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, তাই টেস্ট ক্রিকেটেই তার পুরো মনোযোগ।

দুই টেস্ট শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল যাবে চট্টগ্রামে, যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ