• রাজনীতি

    ‘বিএনপি ক্ষমতায় আসলে ১ কোটি বেকারের কর্মসংস্থান হবে’

      প্রতিনিধি 3 September 2025 , 7:09:13 প্রিন্ট সংস্করণ

    আমির খসরু মাহমুদ চৌধুরী। (ফাইল ছবি)
    আমির খসরু মাহমুদ চৌধুরী। (ফাইল ছবি)
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উদ্যোগ এবং ১ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে’।

    বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ আয়োজিত ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও এসব পরিকল্পনা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে উল্লেখ রয়েছে বলে জানান।

    সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, রাজনৈতিক দল-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান এর কনস্যুলার কামরান ডাঙ্গাল। স্বাগত বক্তৃতা করেন, স্কুল অব লিডারশীপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজ কায়সার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রফেসর ড. আলিয়ার হোসেন।

    বিজ্ঞাপন

    আমীর খসরু বলেন, ‘হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে এদেশ এগুতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা নিজ কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেননি। বিপ্লব পরবর্তী যে সকল দেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে’।

    তিনি বলেন, ‘গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক-সামাজিক ও ব্যবসার অধিকার এবং সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। মানুষ শুধু ভোট দেবে আর কোন দল ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না। দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো মেগা প্রজেক্টের দরকার নেই। আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি’।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, চাঁদপুর বিশ্ববিদ্যালের ভিসি প্রফেসর ড. পেয়ার আহমেদ, সংগঠনের কোষাধ্যক্ষ বিপু চৌধুরী ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজ কায়সার, এক্সিকিউটিভ মেম্বার ব্যারিস্টার ফিরোজ হোসাইন, লেবার কোর্টের মেম্বার তৌহিদুর রহমান এবং মেজর (অব.) সারোয়ার হোসাইন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:52 PM নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ড, বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ 10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার 7:52 PM মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক 7:15 PM ‘ইরানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত’ 7:00 PM দ্বিতীয় দিনে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি 6:49 PM ‘সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ’ 6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত