প্রতিনিধি 4 October 2025 , 2:56:48 প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, ২০২৪ সালের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিলো, জাতি জানতে চায়।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। নির্বাচন বানচালের পক্ষে যে শক্তি কাজ করছে, তার পক্ষে জামায়াত।
তিনি আরো বলেন, পিআরসহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা। তবে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা কাদের ইশতেহার গ্রহণ করবে।
সালাহউদ্দিন আরো বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যেটাতে ফ্যাসিবাদ ফিরে আসার পথ সহজ হয়।