প্রতিনিধি 4 October 2025 , 10:51:57 প্রিন্ট সংস্করণ

স্কালোনির দলে মেসি সহ অভিজ্ঞরা, সঙ্গে জায়গা পেলেন নতুন প্রতিভারাও
অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) নতুন স্কোয়াড ঘোষণা করেছে। বিশ্বচ্যাম্পিয়নদের এই দলে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ মুখও সুযোগ পেয়েছেন।
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি যে স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে গোলপোস্টের দায়িত্বে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ এবং ফাকুন্দো কামবেসেস।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লিওনার্দো বালের্দি, মার্কোস আকুনা এবং নিকোলাস তাগলিয়াফিকোসহ আরও কয়েকজন।
মাঝমাঠে নেতৃত্ব দেবেন লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল ও এনজো ফার্নান্দেজ। তাদের সঙ্গে থাকছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো ও নতুন প্রতিভা নিকোলাস পাজ।
আক্রমণভাগে লিওনেল মেসির পাশাপাশি থাকছেন লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুনো।
বিশেষভাবে আলোচনায় আছেন ফ্রাঙ্কো মাস্তানতুনো ও নিকোলাস পাজ—যারা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
স্কালোনি জানিয়েছেন, তরুণদের মূল্যায়নের পাশাপাশি অভিজ্ঞদের ফর্ম যাচাই করাই তার মূল লক্ষ্য। প্রীতি ম্যাচগুলোকে ঘিরে তাই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।