খেলা

লেস্টার সিটির খেলা থাকায় নেপাল যাচ্ছেন না হামজা চৌধুরী

  প্রতিনিধি 2 September 2025 , 1:02:14 প্রিন্ট সংস্করণ

- হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ফিফা উইন্ডোতে (৬ ও ৯ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা। তবে ১৩ সেপ্টেম্বর নিজের ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় এবং সুস্থতা বিবেচনায় ওই ম্যাচগুলোতে হামজা চৌধুরী খেলবে না বলে জানিয়েছে তার এজেন্ট। অপরদিকে, তিনি সেপ্টেম্বরে আসবেন না এমন আঁচ অনেকদিন আগে ফুটবলাঙ্গনে ছড়ালেও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে।

এ দিন বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ওই সময় ফেডারেশনে ছিলেন। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার জানান, ‘নেপাল সফরে হামজা আসছেন না। এ ছাড়াও শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন’।

বিজ্ঞাপন

এর আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠি দেয়। ফিফা উইন্ডোতে ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। তবে হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন।

জানা গেছে, গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির মুখোমুখি হয় হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ২-০ গোলে জয়ের ওই ম্যাচটিতে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি তারকাকে। বার্মিংহামের কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে হামজা পায়ে আঘাত পেয়ে কিছুক্ষণ পরই বদলি হিসেবে উঠে যান। হামজার চোট নিয়ে লেস্টার কিংবা ইংলিশ গণমাধ্যম সেভাবে কিছু জানায়নি। পরে জয় উদযাপনের কিছু ছবি সামাজিক মাধ্যমে দেন এই নন্দিত ফুটবলার।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি