• খেলা

    লেস্টার সিটির খেলা থাকায় নেপাল যাচ্ছেন না হামজা চৌধুরী

      প্রতিনিধি 2 September 2025 , 1:02:14 প্রিন্ট সংস্করণ

    - হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিফা উইন্ডোতে (৬ ও ৯ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা। তবে ১৩ সেপ্টেম্বর নিজের ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় এবং সুস্থতা বিবেচনায় ওই ম্যাচগুলোতে হামজা চৌধুরী খেলবে না বলে জানিয়েছে তার এজেন্ট। অপরদিকে, তিনি সেপ্টেম্বরে আসবেন না এমন আঁচ অনেকদিন আগে ফুটবলাঙ্গনে ছড়ালেও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে।

    এ দিন বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ওই সময় ফেডারেশনে ছিলেন। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার জানান, ‘নেপাল সফরে হামজা আসছেন না। এ ছাড়াও শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন’।

    বিজ্ঞাপন

    এর আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠি দেয়। ফিফা উইন্ডোতে ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। তবে হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন।

    জানা গেছে, গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির মুখোমুখি হয় হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ২-০ গোলে জয়ের ওই ম্যাচটিতে পায়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি তারকাকে। বার্মিংহামের কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে হামজা পায়ে আঘাত পেয়ে কিছুক্ষণ পরই বদলি হিসেবে উঠে যান। হামজার চোট নিয়ে লেস্টার কিংবা ইংলিশ গণমাধ্যম সেভাবে কিছু জানায়নি। পরে জয় উদযাপনের কিছু ছবি সামাজিক মাধ্যমে দেন এই নন্দিত ফুটবলার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত 6:13 PM মুসাব্বির হত্যার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব: ডিবি 5:22 PM ভাঙছে তাহসান-রোজার সংসার, থাকছেন আলাদা! 5:05 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে না খেলার সিদ্ধান্তে অটল-বিসিবি 4:51 PM সরকার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইতে পারে, আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা 4:37 PM নেত্রকোনায় ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ: আহত ৮ 4:25 PM প্রবাসীদের কাছে ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠাল ইসি 3:10 PM হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না 3:08 PM বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না