প্রতিনিধি 2 October 2025 , 4:37:40 প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক
নারী ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়িয়েছে ৩০ সেপ্টেম্বর। তবে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে নিগার সুলতানাদের প্রতিপক্ষ পাকিস্তান।
শুরুতেই টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে নিগার সুলতানাররা। তবে শুরুতে বাংলাদেশের বোলাররা চাপে রেখেছে পাকিস্তানি ব্যাটারদের। বাংলাদেশি পেসার মারুফা আক্তার শুরুতেই পর পর দুই বলে পাকিস্তানের দুই উইকেট তুলে নেন।
তার করা ওভারের পঞ্চম বলে সুইং মিস করে বোল্ড হন পাকিস্তানি ব্যাটার ওমাইমা সোহেল (০)। পরের বলে ফের তার সুইংয়ে কাবু হয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন সিদরা আমিন (০)। বিশ্বকাপে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি তার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে তিন উইকেট হারিয়ে প্রতিপক্ষের সংগ্রহ ৪৪ রান। মারুফা ৪ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। অপর উইকেটটি নিয়েছেন স্পিনার নাহিদা আক্তার।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
পাকিস্তান একাদশ: মুনিবা আলী, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক), রামিন শামীম, নাশরা সান্ধু, ডায়ানা বাইগ ও সাদিয়া ইকবাল।