• খেলা

    শারজায় রাতে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, কারা থাকতে পারেন একাদশে

      প্রতিনিধি 2 October 2025 , 3:31:52 প্রিন্ট সংস্করণ

    শারজায় রাতে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
    শারজায় রাতে আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আরব আমিরাতে এবারের এশিয়া কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ । গ্রুপ পর্বের চ্যালেঞ্জ উতরে সুপার ফোর পর্বে ওঠার পর শক্তিশালী শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সুপার ফোরের শেষ দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।

    তবে এশিয়া কাপ শেষ হলেও দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে আজ (২ অক্টোবর) শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

    শারজায় সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই সিরিজ বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসের পাশাপাশি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে নাগরিক টিভি। এছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। এ জন্য তাদের চোখ রাখতে হবে ট্যাপম্যাডে।

    এশিয়া কাপের মাধ্যমে ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছিলো
    ডানহাতি ব্যাটার সাইফ হাসান। এবারের এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার সাইফ হাসান। ২টি হাফ-সেঞ্চুরিতে ৪ ইনিংসে ১৭৮ রান করেছেন সাইফ। তাই ওপেনিংয়ে সাইফের থাকা অনেকটাই নিশ্চিতই। তবে সাইফের সাথে ওপেনিংয়ে কে নামবে সেটা সেটি একটি প্রশ্ন।

    বিজ্ঞাপন

    ব্যাটিং ব্যর্থতার কারনে এশিয়া কাপের সুপার ফোরের শেষ মতাচে পাকিস্তানের বিপক্ষে তানজিদ হাসানকে একাদশের বাইরে রেখেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ফিফটি করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তাই আজ ওপেনিংয়ে ফিরতে পারেন তামিম।

    এদিকে পারভেজ হোসেনও এশিয়া কাপে খুব বেশি রান করতে পারেনি। তবে এই আগ্রাসী ব্যাটারকে আজ দেখা যেতে পারে তিনে।

    এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তিনে খেলেন তাওহিদ হৃদয়, চারে মেহেদী হাসান, পাঁচে নুরুল হাসান। তবে ব্যাটিং অর্ডারের ব্যর্থতার কারনেই বাংলাদেশকে হারতে হয় পাকিস্তানের কাছে। তাই আজ হৃদয়কে তাই দেখা যেতে পারে চারে। পাঁচে নামতে পারেন অধিনায়ক জাকের, ছয়ে শামীম হোসেন উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুলের বাদ পড়ার সম্ভবনাই বেশি।

    আফগানদের সাথে এশিয়া কাপে জয়ের অন্যতম নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। আজকেও তাদের দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাদ পাড়েন পারেন অফ স্পিনার মেহেদী হাসান।

    পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান। তবে এশিয়া কাপ কয়েকদিন আগেই শেষ হওয়ায় পেসারদের একটু বিশ্রাম দিতে পারে দল। সে ক্ষেত্রে মোস্তাফিজের জায়গায় শরীফুলকেও খেলারে পারে টিম ম্যানেজমেন্ট।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ
    তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:28 AM আজ বৃহস্পতিবার থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা 11:56 PM জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর জয় 10:57 PM রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা 8:17 PM জকসু নির্বাচন: গণনায় নাটকীয় মোড়, ভিপি পদে ৮০ ভোটে এগিয়ে ছাত্রশিবির 7:44 PM নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর-সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা 7:05 PM উত্তরবঙ্গের ৯ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান 6:52 PM খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের আনুষ্ঠানিক শোক প্রকাশ 6:30 PM ১১ দিন কারাগারে অমানুষিক নির্যাতনের অভিযোগ-জুলাইযোদ্ধা সুরভীর 6:02 PM ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ 5:55 PM আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম