প্রতিনিধি 2 October 2025 , 2:15:37 প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ তবে জাহাজটি ইসরায়েলি নৌবাহিনী জব্দ করেছে কিনা তা স্পষ্ট নয়। আরও ২৩টি জাহাজ পথে রয়েছে। সেগুলোও খুব শিগগিরই গাজার জলসীমায় প্রবেশ করবে। বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদন মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকার দেখা যাচ্ছে, মিকেনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে। ইসরায়েলি বাহিনী এটাকে আটক করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে ২৪টি জাহাজ গাজার পথে রয়েছে। ইসরায়েলি নৌসেনারা জাহাজগুলো আটক করার চেষ্টা করছে।

গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ইসরায়েলি বাধার মুখে পরে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরায়েরি নৌ সেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার।
পরে নৌযানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃতদের ইসরায়েলের একটি নৌ বন্দরে নেয়া হচ্ছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, এখন পর্যন্ত নৌবহরের অন্তত ৪০টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। জাহাজগুলোতে থাকা পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নেয়া হয়েছে।