প্রতিনিধি 30 September 2025 , 8:16:56 প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল-বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থীদের মনোনয়নের তালিকাটি ভুয়া বলে জানিয়েছেন, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোস্ট করেছে। ফেসবুকে দেয়া ঐ তালিকাটি পুরোপুরি মিথ্যা ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’।
‘উল্লিখিত তালিকাটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। ফেসবুকে পোস্ট করা তালিকাটির বিষয়ে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানান।