শিরোনাম

খাগড়াছড়িতে গুলিতে ৩ জনের মৃত্যু, বেশ কয়েকজন আহত

  প্রতিনিধি 28 September 2025 , 8:30:02 প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়ি-গুইমারার রমেসু বাজারের কয়েকটি দোকানে আগুন দেয়া হয়। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

খাগড়াছড়ি জেলার গুইমারায় রোববার সন্ধ্যায় দুষ্কৃতকারীদের গুলিতে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ জন পুলিশ সদস্য এবং স্থানীয় জনতাও রয়েছে।

জানা গেছে, পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ কর্মসূচীতে পাল্টাপাল্টি ধাওয়ার পর, বাজারে আগুন দেয়াসহ এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ। নিহতদের লাশ স্থানীয় হাসপাতালে রয়েছে। তবে কার গুলিতে কীভাবে মারা গেছে, বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনার পর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে। এর আগে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধের সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাবের জানান, গুইমারা থেকে ৩ জন পুরুষের লাশ এসেছে খাগড়াছড়ি জেলা হাসপাতালে। লাশ মর্গে রাখা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্ত করা হবে। আহত আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী মুঠোফোনে গণমাধ্যমকে জানান, অবরোধ নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে ঝামেলা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও ঝামেলা হয়। এখন পরিস্থিতি উত্তপ্ত। শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনী অবস্থান করছে। বাজার ও বাজারের আশপাশে কোনো দোকানপাট খোলেনি। বাজারটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে। বাজারে আগুন দেয়ার ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আগুনে বাজারের দোকানপাট জ্বলতে দেখা যায়। বাজারের দোকান মালিকদের অধিকাংশ পাহাড়ি।

উল্লেখ্য, পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে শনিবার ভোর পাঁচটা থেকে অবরোধ কর্মসূচি পালন করছে। কর্মসূচির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা।

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি