প্রতিনিধি 26 September 2025 , 1:46:38 প্রিন্ট সংস্করণ

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক নৈশভোজ ও আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রম অধিকার ও সংস্কারের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি উন্নয়নে শ্রম সংস্কারের অপরিহার্যতা উল্লেখ করে বলেন, ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল সংস্কার বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এ উচ্চপর্যায়ের সভায় জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা, কূটনীতিক এবং বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় আইএলও মহাপরিচালকসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি বক্তব্য রাখেন।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গার্মেন্টস খাতের টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন এবং সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, তাদের দলের নেতাকর্মীদের গার্মেন্টস খাতে প্রত্যক্ষ অভিজ্ঞতা ভবিষ্যতে এ খাতকে এগিয়ে নিতে সহায়ক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বর্তমান শ্রম উদ্যোগ শুধু বজায় রাখা নয়, বরং আরও সম্প্রসারিত করা উচিত।
তিন দলের নেতার বক্তব্যে একটি অভিন্ন বিষয় উঠে আসে—বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি। বক্তারা বলেন, শুধু ক্রেতাদের শর্ত মানলেই হবে না, বাংলাদেশেরও শর্ত নির্ধারণের সুযোগ থাকতে হবে।
ন্যাশনাল সিটিজেন্স পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতা ডা. তাসনিম জারা তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের সেবা করার অভিজ্ঞতাই তাকে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলনে যুক্ত করেছে।
সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “অর্থবহ ও স্থায়ী শ্রম সংস্কার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।”